প্যারালাল উনিভার্স কি ?


প্যারালাল উনিভার্স কি ?
মহাবিস্ফোরণের ফলে পৃথিবী সৃষ্টি এ নিয়ে মতভেদেরও কমতি নেই ,ভিন্ন দুটি ব্রহ্মান্ডের সংঘর্ষের ফলে বিস্ফোরণের সৃষ্টি হয় আর সেখান থেকেই নতুন ব্রহ্মান্ড বা পৃথিবীর সৃষ্টি ,পৃথিবীর পাশাপাশি কল্পিত ভিন্ন ব্রহ্মান্ডকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন উনিভার্স | প্যারালাল উনিভার্স হচ্ছে আমাদের ব্রহ্মান্ডের মতো আরো একটি বা একাধিক ব্রহ্মান্ড যা ঠিক আমাদেরই মতো | সেখানকার প্রকৃতি ,ভুমন্ডল এমনকি প্রাণীজগত আমাদেরই মতো |এই ব্যাপারটা পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্সের আওতায় পড়ে| ১৯৫৬ সালে মার্কিন বিজ্ঞানী হাগ্ এভাবেই সর্ব প্রথম কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে প্যারালাল উনিভার্স রহস্য ব্যাখ্যা করার চেষ্টা করেন |

কিন্তু কোথায় এই প্যারালাল উনিভার্স ? 

অনেকের মতে আমাদের খুব কাছে আবার কারোর মতে পৃথিবী থেকে বহু দূরে কোনো গ্যালাক্সিতে রয়েছে এটি |প্যারালাল উনিভার্সের সংখ্যা এক নয় একাধিক , আমাদের ব্রহ্মান্ডের একেবারে গা ঘেঁসাঘেসি করে | অতি সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি নামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন এরকম একাধিক প্যারালাল উনিভার্সের ঘর্ষণের ফলেই মহাবিস্ফোরণ ঘটেছিলো |আর দুটি প্যারালাল উনিভার্সের ঘর্ষণের ফলেই নতুন আর একটি উনিভার্স বা পৃথিবীর উৎপত্তি| কিন্তু সত্যি কি প্যারালাল উনিভার্স বলে কিছু আছে ? পৃথিবীর বিজ্ঞানী মহল এখনো এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি |

Post a Comment

0 Comments