প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন 
সুন্দর ঝলমলে ত্বক আমরা প্রত্যেকে চাই কিন্তু কর্মব্যস্ততার  জীবনে আমাদের সেভাবে ত্বকের যত্ন নেওয়া হয় না .সারা দিনের পরিশ্রম ,ধকল ও ধুলোবালিতে ত্বক লাবণ্য হারিয়ে নিস্তেজ হয়ে যায় .তাই ত্বককে সতেজ সুস্থ ও প্রাণবন্ত  রাখা খুবই জরুরি | তাই কিভাবে হাজার ব্যস্ততার মধ্যেও আপনি নিজের ত্বকের যত্ন নেবেন তাও নিত্য ব্যাবহারিক প্রাকৃতিক উপাদান দিয়ে তার কিছু টিপস |
# ত্বকে সুন্দর রাখতে প্রথমে বলি আপনাকে প্রচুর পরিমানে জল পান করতে হবে যাতে ঘামের মধ্যে দিয়ে খারাপ টক্সিন গুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায়. বারবার  মুখে জলের ঝাপটা দিতে হবে যাতে মুখের উপরের ধুলোবালি বেরিয়ে যায় |
# ক্লিনজিং: ক্লিনজিং  এর  জন্য  একটি কাঁচের বাটিতে ১চামচ দুধ ,১ চামচ টমেটোর রস ,১ চামচ লেবুর রস ভালো ভাবে মিশিয়ে একটি কটন বল দিয়ে ২ মিনিট ধরে মুখে লাগান ,এটি আপনি প্রতিদিন  দিনে দুবার ব্যবহার করতে  পারেন, এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরী |
# স্ক্র্যাবার: স্ক্র্যাবিং এর জন্য ১ চামচ চিনি ,১ চামচ লেবুর রস , ১ চামচ মধু  ভালো ভাবে মিশিয়ে ৫ মিনিট ধরে সার্কুলার মোশনে এপলাই  করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন  ,এটি সপ্তাহে  ২ থেকে ৩ দিনের বেশি ব্যবহার করবেননা |
# টোনার: টোনার বানানোর জন্য ১ চামচ এলোভেরা জেল ,১ চামচ গোলাপ জল ,১ চামচ সাধারণ জল ভালো ভাবে মিশিয়ে নিন ,যতবার মুখ ধোবেন ততোবার টোনার লাগান ,টোনার ব্যাবহা করলে ত্বকের পি এইচ  ব্যালেন্স ঠিক থাকে ফলে ত্বক স্বাভাবিক থাকে |
# ময়েশ্চার : ময়েশ্চার এর জন্য ১ চামচ ফ্রেশ এলোভেরা জেল নিয়ে মুখে লাগান , এলোভেরা ভালো ময়েশ্চারের কাজ  করে ,এলোভেরা তে আছে ভিটামিন এ ,মিনারেল ,এমাইনো অ্যাসিড যা আপনার স্কিনকে হাইড্রেড করবে , নিয়মিত এটি ব্যবহার করলে ত্বকের আদ্রতা বজায় থাকবে ও ত্বক হবে সুন্দর |