সূর্য কি ? সূর্যের এতো শক্তির রহস্য সম্পর্কে জানুন



সূর্য কি ? সূর্যের এতো শক্তির রহস্য সম্পর্কে জানুন 
সূর্য সৌরজগতের প্রাণ এবং একমাত্র নক্ষত্র | এর ব্যাসার্ধ প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার (৮৬৫০০০ মাইল) পৃথিবীর চেয়ে প্রায় ১০৯ গুন্ বেশি | এর ভোর ২ এরপরে ৩০ টি শূন্য বসলে যত হবে তত কিলোগ্রাম | সৌরজগতের মোট ভরের প্রায় ৯৯.৮ % সূর্যের দখল |সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায়ঃ১৪.৯৬ কোটি কিলোমিটার | এই দূরত্ব অতিক্রম করতে আলোর সময় লাগে ৮মিনিট ১৯ সেকেন্ড |
সূর্যের কেন্দ্র : সূর্য ৭০ ভাগ হাইড্রোজেন আর ২৮ ভাগ হিলিয়াম বাকি ২ ভাগ বিভিন্ন ধাতুর সংমিশ্রণে গঠিত | সূর্য একটি গ্যাসীয় গোলক এ কারণে এর বিভিন্ন অঞ্চলে ঘোড়ার জন্য সময়ও বিভিন্ন | সূর্যের নিরক্ষীয় অঞ্চলের একটি পূর্ণ ঘূর্ণনের জন্য ২৫.৪ দিন লাগে আবার সূর্যের মেরুতে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রায় ৩৩.৫ দিন লাগে |
কিভাবে সূর্য আলো ও  তাপ দেয় : সূর্যের শক্তি অবিশাস্য প্রায় ৩৮৬ বিলিয়ন মেগাওয়াট | সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে ৭০ কোটি টন হাইড্রোজেন ৬৯ কোটি ৫০ লক্ষ টন হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে এবং বিপুল শক্তি ও গামা রশ্মি উৎপন্ন হচ্ছে |সূর্যের কেন্দ্রের তাপমাত্রা  প্রায় ১৩ মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড এবং  চাপ পৃথিবীর বায়ুচাপের ২৫০ বিলিয়ন গুন্ বেশি |
সূর্যের চোম্বক ক্ষেত্র : সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬০০০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড | কিন্তু পৃষ্ঠের ঠিক উপরি ভাগে তাপমাত্রা প্রায়  দশ লক্ষ ডিগ্রি সেন্ট্রিগ্রেড | বিজ্ঞানীরা অনুমান করছেন সূর্যের অতীব শক্তিশালী চোম্বক ক্ষেত্র তাপমাত্রার এই তীব্রতার কারন|
সূর্যের বয়স ও আয়ুষ্কাল : সূর্যের বয়স প্রায় ৪.৫ বিলিয়ন বছর , সূর্যের ৮ টি গ্রহ এবং ১৮ টি উপগ্রহ আছে | দীর্ঘ সময়ে সূর্যের কেন্দ্রের অর্ধেক হাইড্রোজেন  ফুরিয়ে গেছে , কাজেই আরো প্রায় ৫ বিলিয়ন বছর সূর্য টপ্ ও আলো বিকিরণ করে যাবে |

Post a Comment

0 Comments