হাওড়ার মঙ্গলাহাট মার্কেটে শীতের পোশাক সবথেকে সস্তা


হাওড়ার মঙ্গলাহাট মার্কেটে শীতের পোশাক সবথেকে সস্তা

মঙ্গলাহাট কখন বসে ?
মঙ্গলাহাট মার্কেট বসে প্রতি মঙ্গলবার রাত্রি দুটো থেকে দুপুর বারোটা অবধি |
মঙ্গলাহাট মার্কেট যদি ভালোভাবে একবার ঘুরে দেখতে চান তাহলে চেষ্টা করবেন মঙ্গলবার সকাল নয়টার মধ্যে সেখানে পৌঁছুতে | কারণ , সকাল নয়টার পর থেকে হাটের দোকান গুলো সব একে একে বন্ধ হতে শুরু করে |  

কিভাবে যাবেন মঙ্গলাহাট ? 
হাওড়া স্টেশন এ নেমে যে কাউকে মঙ্গলাহাট কোথায় জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে | হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মঙ্গলাহাট পৌঁছোতে আপনার দশ থেকে বারো মিনিট সময় লাগবে |


মঙ্গলাহাট এ পোশাকের দাম শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে |

Post a Comment

0 Comments